ওয়াইডনিউজ ডেস্ক: চেনা পরিবেশে আইপিএল এর দশম আসরে যোগদিতে মঙ্গলবারই দেশ ছেড়েছিলেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। মঙ্গলবারই ভারতে পৌঁছেছেন তিনি। প্রিয় ফিজকে পেয়ে সানরাইজার্সও বেশ উচ্ছস্বিত।
নিজেদের ভেরিফায়েড ফেসবুক এবং টুইটার পেইজে কাটার মাস্টারকে স্বাগত জানিয়ে তারা লিখেছে, ‘দ্য ফিজ! ওয়েলকাম ব্যক টু দ্য অরেঞ্জ আর্মি। ‘ সাথে হ্যাশট্যাগ দেওয়া হয়েছে ‘রাইজ অব অরেঞ্জ’। আর ছবিতে দেখা যাচ্ছে হোটেলের লবিতে নীল শার্ট পরে দাঁড়ানো কাটার মাস্টারকে। বাংলাদেশ সময় আজ রাত ৮টা ৩০ মিনিটে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে হায়দরাবাদ। এই ম্যাচে মুস্তাফিজের খেলার জোর সম্ভাবনার কথা শোনা যাচ্ছে।
Be the first to comment on "মুস্তাফিজকে পেয়ে সানরাইজার্সও উচ্ছস্বিত"