ওয়াইডনিউজ ডেস্ক: মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলায় টাঙ্গাইল-৩ আসনের সংসদ সদস্য আমানুর রহমান খান রানা মুক্তি পাচ্ছেন না। তাকে হাইকোর্টের দেয়া জামিনের ওপর স্থগিতাদেশের ওপর রিট করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
প্রধান বিচারপতি এস কে সিনহার নেত্বতাধীন আপিল বিভাগের তিন বিচারপতির বেঞ্চ আজ এ আদেশ দেন।
এর আগে হাইকোর্ট এমপি রানাকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছিল, পরে ঐ জামিন স্থগিত করে আপিল বিভাগের চেম্বার আদালত। আজ রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে ঐ মেয়াদ চার মাস বাড়িয়েছে আদালত।
উল্লেখ্য, মামলার বিবরণে জানা যায় ২০১৩ সালের ১৮ জানুয়ারি রাতে টাঙ্গাইল শহরের কলেজপাড়া এলাকার নিজ বাসার কাছে জেলা আওয়ামী লীগের সদস্য মুক্তিযোদ্ধা ফারুক আহম্মেদের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় তিন দিন পর ফারুকের স্ত্রী নাহার আহমেদ বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে টাঙ্গাইল সদর মডেল থানায় হত্যা মামলা করেন। পরে এ মামলায় এমপি রানা ও তার তিন ভাইসহ ১৪ জনকে আসামি করে গত বছরের ৩ ফেব্রুয়ারি টাঙ্গাইলের গোয়েন্দা পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে।
Be the first to comment on "সংসদ সদস্য রানা মুক্তি পাচ্ছেন না"