নিজস্ব প্রতিবেদক: বনানীর ‘দ্য রেইন ট্রি’ হোটেলে অভিযান চালিয়েছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। আজ রবিবার দুপুরে বনানীর কে-ব্লকের ২৭ নম্বর সড়কে অবস্থিত এই হোটেলে অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের যুগ্ম পরিচালক শফিউর রহমান ও বিভাগীয় কর্মকর্তা সিফাত-ই-মরিয়ম। অভিযানে ওই হোটেল থেকে অবৈধ ১০ বোতল মদ উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।
অভিযান শেষে শুল্ক বিভাগের যুগ্ন পরিচালক শফিউর রহমান বলেন, শুল্ক ফাঁকি দিয়ে মদ বিক্রির অভিযোগ, অর্থ পাচার মামলা ও শুল্ক ফাঁকি আইনে পৃথক তিনটি মামলা দায়ের করা হবে ‘দ্য রেইন ট্রি’ হোটেলের বিরুদ্ধে।
এর আগে গত শনিবার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ‘দ্য রেইন ট্রি’তে অভিযান চালালেও কিছুই উদ্ধার করতে পারেনি।
উল্লেখ্য, গত ২৮ মার্চ এই হোটেলেই জন্মদিনের অনুষ্ঠানে দাওয়াত দিয়ে আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ সেলিমের ছেলে সাফাত আহমেদ ও তার বন্ধু নাঈম আশরাফ দুই তরুণীকে ধর্ষণ করে বলে গত ৬ মে করা একটি মামলা করা হয়েছে। এই মামলার পাঁচ আসামির মধ্যে দুইজনকে এরই মধ্যে সিলেট থেকে গ্রেফতার করেছে পুলিশ।
Be the first to comment on "‘দ্য রেইন ট্রি’ হোটেল থেকে ১০ বোতল মদ উদ্ধার"